আনন্দবাজারের পাতা খুলতেই শারদীয়া দেশ,আনন্দমেলার ad, পুজোর সাজ-গোজ ইত্যাদি নিয়ে articles - মনটা কেমন একটা হু হু করে উঠলো...সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল.. সেই প্লাস্টিক-র মোড়কে নতুন শারদীয়া আনন্দমেলা, দেশ - কাগজওয়ালা এসে বাবার হাতে দিয়ে যেতো - কোনরকমে প্লাস্টিকটাকে ছিঁড়েই পড়তে বসে যেতাম...নতুন পাতার গন্ধ...কড়কড়ে নতুন পাতা ওল্টানোর আনন্দ....নতুন বই তো এখনো পড়ি- কিন্তু " পুজো " বলে শব্দটি বাঙালির মনে যে অন্য ভাবের জাগরণ আনে, তেমনটি আর কিছু বা কেউ আনেনা..একটা মাস ( আশ্বিন ) কে ঘিরে, একটা ঋতু ( শরৎ ) কে ঘিরে, পূজোকে ঘিরে কত হাজার স্মৃতি থেকে যায় মানুষের মনে...যতই বড় হয় ওঠোনা কেন, সেই স্মৃতি সবসময় প্রিয় থাকে, আর যেন পেছনে টানে ....